সিলেটে কৃষি অফিসে দুর্নীতি: ৩ সদস্যের কমিটি গঠন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৩:১১ এএম
![সিলেটে কৃষি অফিসে দুর্নীতি: ৩ সদস্যের কমিটি গঠন](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/07/21/image-327891-1595279482.jpg)
সিলেটে কৃষি অফিসে দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশের পর টনক নড়েছে স্থানীয় প্রশাসনে। রোববার ‘নামমাত্র কাজ দেখিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের টাকা নয়ছয়’ শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয় সিলেট কৃষি বিভাগে।
সোমবার কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজে সিলেট দক্ষিণ সুরমা কৃষি অফিসে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।
সিলেট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শিমুল চন্দ্র সোমকে প্রধান করে ৩ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কোহিনুর বেগম ও গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন।
কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান যুগান্তরকে জানান, তিনি চিঠি হাতে পেয়েছেন, অন্যান্য সদস্যদের সঙ্গে সভা করে দ্রুতই তদন্ত কাজ শুরু করবেন। এদিকে এ খবর প্রকাশের পর দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। একাধিক কর্মকর্তাদের চোখেমুখে এখন আতংকের চাপ।
ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত কর্মকর্তারা একাধিক গোপন বৈঠক করেছেন বলে অফিসের একটি সূত্র জানিয়েছেন। তদন্ত থেকে নিজেদের বাঁচাতে কর্মকর্তাদের একটি গ্রুপ ঊর্ধ্বতনদের ম্যানেজ করার মিশন নিয়ে তারা মাঠে নেমেছে।