
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ এএম
সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি

সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২০, ১২:২০ এএম

আরও পড়ুন
টানা বৃষ্টি আর উজানের ঢল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কমেছে সিলেটের সব নদ-নদীর পানি। সোমবার সকাল ৯ টায় সিলেটের সুরমা নদীর পানি সব পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
একই অবস্থা গোয়াইনঘাটের সারি ও কানাইঘাটের লোভাছড়া নদীরও। এ দুই নদীর পানিও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল ৯ টায় কুশিয়ারা নদীর পানি এ পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটের কানাইঘাটে ১৯ মিলিমিটার, সিলেটে ৩১ এবং শেওলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে নদ-নদীর পানি কমার সঙ্গে সঙ্গে সিলেটের নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এতে বন্যা কবলিত এলাকাগুলো আবারও স্বাভাবিক হচ্ছে।
পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান সরকার যুগান্তরকে বলেন, বৃষ্টি কম হওয়া এবং উজানেও বৃষ্টিপাত না থাকায় সিলেটের সব নদ-নদীর পানি কমছে। যদি বৃষ্টি না বাড়ে তাহলে আগামী এক-দুদিনে মধ্যে পানি আরও কমবে।