Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় মিলল কিশোরীর ভাসমান লাশ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১১:৩৪ এএম

পদ্মায় মিলল কিশোরীর ভাসমান লাশ

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে (১২) এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খায়েরহাট এলাকার পদ্মা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর পরিচয় জানা যায়নি। তবে তার পরনে সবুজ সালোয়ার ও নীল সাদা রঙের কামিজ ছিল। তার মাথা ন্যাড়া করা ছিল। দেহ পচে গন্ধ বের হচ্ছিল বলে জানায় পুলিশ।

জানা যায়, বাঘা উপজেলার খায়েরহাট আবদুল হালিম মাস্টারের বাড়ির দক্ষিণে স্থানীয়রা পদ্মা নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ গলিত ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য দেশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে।

রোববার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম