Logo
Logo
×

সারাদেশ

যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্মরণে কালীগঞ্জে দোয়া মাহফিল

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১২:৪৬ এএম

যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্মরণে কালীগঞ্জে দোয়া মাহফিল

শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় কালীগঞ্জে দোয়া। ছবি: যুগান্তর

যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি মরহুম নুরুল ইসলাম স্মরণে গাজীপুরের কালীগঞ্জে শোকসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা উপজেলার আওড়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ওই শোকসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও আওড়াখালী বাজার বণিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে শোকসভায় শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের সংগ্রামী জীবন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তার বিশেষ অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

শোকসভা পরিচালনা করেন দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আবদুল গাফফার।

অনুষ্ঠানে বক্তব্য দেন কালের কন্ঠের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক ইব্রাহিম খন্দকার, জাগরণী টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, মানবজমিনের ইঞ্জিনিয়ার আবদুর রহমান, আনন্দ টিভির খোরশেদ আলম খান, দৈনিক ডেল্টা টাইমস্ ও দৈনিক বিশ্ব মানচিত্র সাংবাদিক তৈয়বুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম দর্জি, মোয়াজ্জেম হোসেন পাখি, মাওলানা আমানউল্লাহ শেখ প্রমুখ।

সভায় বক্তরা বলেন, দেশের মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলামের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। নুরুল ইসলাম একজন উঁচুমানের মানুষ ছিলেন। দেশ, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় অবদান রেখেছেন। সেটি নিঃসন্দেহে তাকে অমর করে রাখবে। আরও এগিয়ে নিতে তিনি যে পথ তৈরি করে গেছেন সে পথ দিয়ে পরবর্তী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। তাহলে আরও সফলতা আসবে। একজন সফল শিল্পোদ্যোক্তা হয়েও তাকে বিভিন্ন সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। সবকিছুকেই হাসিমুখে বরণ করে তিনি সাফল্যের সঙ্গে জীবনের পথ তৈরি করে এগিয়ে গেছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নুরুল ইসলামের ভূমিকা অনেক। তার এই অবদানের জন্য জাতি উনাকে স্মরণ রাখবে। বিশেষ করে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশে এত বড় একটি শিল্প গ্রুপ সৃষ্টি এবং পরিচালনায় তিনি ছিলেন একজন সফল মানুষ। তিনি ছিলেন একজন সাহসী ও কঠোর পরিশ্রমী উদ্যোক্তা। নতুন নতুন শিল্পে বিনিয়োগ করে বড় চ্যালেঞ্জ নিতেন। মেধা, সততা ও কঠোর পরিশ্রমের কারণে তিনি চ্যালেঞ্জ নিয়েও সফল হয়েছেন। তিনি যমুনা গ্রুপে ৪১টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার মহৎ কর্ম তুলে ধরে দোয়া পরিচালনা করেন আওড়াখালী বাজার কেন্দ্র্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোখলেসুর রহমান আশরাফি। দোয়া শেষে সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।  

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম