Logo
Logo
×

সারাদেশ

বিজেএমসির কাছে পাওনা টাকা পরিশোধের দাবি পাবনার পাট ব্যবসায়ীদের

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১২:১৫ পিএম

বিজেএমসির কাছে পাওনা টাকা পরিশোধের দাবি পাবনার পাট ব্যবসায়ীদের

বিজেএমসির কাছে পাওনা ৩০ কোটি টাকা পরিশোধের দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা। 

শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাট ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র্র সাহা। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, পাবনার ৩০ জন ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির কাছে প্রায় ৩০ কোটি টাকা পাবেন। ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত বিজেএমসি আমাদের কাছ থেকে পাট ক্রয় করেছে। কিন্তু টাকা পরিশোধ করেনি। অনেকেই ব্যাংক ঋণ নিয়ে পাট কিনে দিয়েছিলাম। টাকা না পেয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় অনেকের বিরুদ্ধে ব্যাংক মামলা করেছে। 

সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিজেএমসি নিয়ন্ত্রিত ২৫টি জুট মিল বন্ধের ঘোষণা দিয়েছে। কিন্তু মিল শ্রমিকদের পাওনা পরিশোধের ঘোষণা দিলেও পাট ব্যবসায়ীদের পাওনা পরিশোধের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। ফলে পাবনাসহ দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ভুগছেন। 

পাওনা টাকা না পেয়ে অনেক পাট ব্যবসায়ী পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেক ব্যবসায়ীর ঋণের দায়ে ছেলে-মেয়ের লেখা-পড়া বন্ধ হয়ে গেছে। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় পাবনার পাট ব্যবসায়ীদের পাওনা ৩০ কোটি টাকা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চাটমোহর উপজেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সরকার, বেড়া উপজেলার পাট ব্যবসায়ী আব্দুল লতিফ। সংবাদ সম্মেলনে বিজেএমসির নিকট পাওনাদার পাবনার ৩০ জন ক্ষুদ্র পাট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম