Logo
Logo
×

সারাদেশ

সরকারি চাল পাচার মামলায় নোয়াখালীতে যুবলীগ নেতা কারাগারে

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১০:৪৫ পিএম

সরকারি চাল পাচার মামলায় নোয়াখালীতে যুবলীগ নেতা কারাগারে

নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার মামলার পলাতক আসামি যুবলীগ নেতা মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মোসলেহ উদ্দিন নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়ন যুবলীগের আহবায়ক এবং একই ইউনিয়নের আমির হোসেনের ছেলে।

শুক্রবার দুপুর ২টায় সুধারাম থানা পুলিশ তাকে সরকারি চাল পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।

সুধারাম থানার ওসি নবির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সুধারাম পুলিশ পাশ্ববর্তী লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ৩ এপ্রিল রাতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে ৩ এপ্রিল ভোরে আন্ডারচর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে হতদরিদ্রের মাঝে বিলির জন্য বরাদ্দকৃত ৬ বস্তা চাল রিকশাযোগে পাচারের সময় স্থানীয় লোকজন আটক করে এবং পুলিশ চালগুলো জব্দ করে। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালেহ উদ্দিন ও খাদ্য পরিদর্শক আনিসুর রহমানের অনুসন্ধানে দেখা যায়, চালগুলো ওই ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার মোছলেহ উদ্দিনের সম্পৃক্ততায় তার গুদাম থেকে পাচার হচ্ছিল। পরে এ ঘটনায় ডিলার মোছলেহ উদ্দিনকে আসামি করে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম