বড়লেখায় গ্যাস পাইপ বিষ্ফোরণ, ২ হাজার গ্রাহকের দুর্ভোগ
বড়লেখা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১১:২৩ এএম
বড়লেখায় পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভল্টের মেইন লাইনের একটি খুঁটি উচ্চ চাপের গ্যাস সরবরাহ পাইপের ওপর পড়ে গ্যাস পাইপ ছিদ্র হয়ে বিদ্যুৎ লাইনে মারাত্মক বিষ্ফোরণ ঘটে।
বৃহস্পতিবার বিকালের এ ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাটি নির্জন হওয়ায় মারাত্মক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় এলাকাবাসী। তবে বিষ্ফোরণের কারণে প্রচণ্ড গরমে অর্ধলক্ষ গ্রাহককে প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়। এছাড়া বৃহস্পতিবার রাত ১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে উপজেলার দুই সহস্রাধিক আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহক মারাত্মক দুর্ভোগ পোয়ান।
বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধ করায়, বিশেষ করে দুই শতাধিক বাণিজ্যিক গ্যাস গ্রাহক লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনকারী ঠিকাদারের গাফিলতিতে বিভিন্ন স্থানে গ্যাস ও বিদ্যুৎ বিষ্ফোরণে মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে।
অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে গ্যাস পাইপের ওপর স্থাপন করা বৈদ্যুতিক খুঁটি জরুরিভিত্তিতে সরানোর জন্য বৃহস্পতিবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি.-এর সহকারী প্রকৌশলী সফিকুর রহমান পল্লী বিদ্যুতের ডিজিএম’কে চিঠি দিয়েছেন।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি.-এর ব্যবস্থাপক আব্দুল মুকিত জানান, পল্লী বিদ্যুৎ অনেক জায়গায় গ্যাসের পাইপের ওপর বিদ্যুতের খুঁটি পুঁতেছে। এতে প্রায়ই বিষ্ফোরণ ঘটছে। পশ্চিম হাতলিয়ায় বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার রাত ১টায় গ্যাস সরবরাহ বন্ধ করেন। শুক্রবার সকাল থেকে তিনি উপস্থিত থেকে মেরামত কাজ তদারকি করছেন। আশা করছেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাইন চালু করা সম্ভব হবে। তিনি আরও জানান, গ্যাস পাইপের ওপর থেকে বৈদ্যুতিক খুঁটি জরুরিভিত্তিতে সরিয়ে নেয়ার জন্য জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি.-এর পক্ষ থেকে পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপককে বৃহস্পতিবার চিটি দেয়া হয়েছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম মো. ইমাজুদ্দিন সরদার জানান, ঠিকাদাররা খুঁটি পুঁতার সময় নানা গাফিলতি করেছে। এতে নানা দুর্ঘটনাও ঘটছে। গ্যাসের পাইপের ওপর পুঁতা খুঁটিগুলো দ্রুত সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।