Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৩:২৫ পিএম

রাজশাহীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

মোক্তার আলী। ছবি-যুগান্তর

রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার সকালে বাড়িসংলগ্ন বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মোক্তার চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় বসন্তকেদার হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। 

খবর পেয়ে শুক্রবার সকালে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ এবং ওসি (তদন্ত) খালেদুর রহমান ঘটনাস্থলে যান। 

পুলিশ কর্মকর্তারা এসময় সেখান থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন। 

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোক্তারের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম