Logo
Logo
×

সারাদেশ

বানারীপাড়ায় ছাত্রলীগ নেতার মৃত্যুতে স্মরণসভা

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:১৬ পিএম

বানারীপাড়ায় ছাত্রলীগ নেতার মৃত্যুতে স্মরণসভা

বরিশালের বানারীপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো.শাহীন মাহমুদের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

তার অকালমৃত্যুতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।

বুধবার বাদ আছর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এই স্মরণসভার আয়োজন করে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, মজিবুর রহমান, সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সরদার, ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ। 

সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন, উত্তরপাড় জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা মো.আমজাদ হোসাইন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম