বানারীপাড়ায় ছাত্রলীগ নেতার মৃত্যুতে স্মরণসভা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:১৬ পিএম

বরিশালের বানারীপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো.শাহীন মাহমুদের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
তার অকালমৃত্যুতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।
বুধবার বাদ আছর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এই স্মরণসভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, মজিবুর রহমান, সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন সরদার, ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল প্রমুখ।
সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন, উত্তরপাড় জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা মো.আমজাদ হোসাইন।