মহম্মদপুরে শোক র্যালি-দোয়া মাহফিল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০১:৫১ পিএম
ছবি: যুগান্তর
দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে প্রেসক্লাব মহম্মদপুরের আয়োজনে শোক র্যালি ও দোয়া মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালিত হয়। প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন নবী ডাবলু, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান টুটুল, সহসভাপতি মেহেদী হাসান পলাশ, যুগ্ম সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক তরুণ কুমার গুহ পিকিং, প্রচার সম্পাদক রাসেল পারভেজ, কোষাধ্যক্ষ জালাল উদ্দিন হাক্কানী, সাংস্কৃতিক সম্পাদক অলোক রায়, সিনিয়র সদস্য আবদুল ওয়াহাব, আনোয়ার হোসেন শাহিন, মনোয়ার হোসেন, মো. তরিকুল ইসলাম, সকালের সময়ের মহম্মদপুর প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাগর, মাগুরা বার্তার প্রতিনিধি পংকজ রায়, দৈনিক মাগুরার প্রতিনিধি শাহিন সরদার, সোনালী বার্তার প্রতিনিধি আলী রেজা নান্নু, আজকালের প্রতিনিধি মাসুদ রানা, সংবাদ কণিকার জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, মহম্মদপুর প্রতিনিধি জাহিদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগান্তর মহম্মদপুর প্রতিনিধি ও প্রেসক্লাব মহম্মদপুরের দফতর সম্পাদক মো. মাসুদ রানা।
এদিকে গত ১৩ জুলাই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রেসক্লাব মহম্মদপুর, মাগুরা। এক শোক বার্তায় তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।