ছবি: যুগান্তর
পটুয়াখালীর বাউফল-বগা সড়কের পাতারপুল এলাকায় একটি গাছ হেলে পড়েছে। এ কারণে বাউফলের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে একটি আকাশমণি গাছ ওই এলাকায় হেলে পড়ে। এর পর থেকে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মোংলা থেকে আসা ট্রাকচালক বেল্লাল হোসেন বলেন, গ্যাসের সিলিন্ডার নিয়ে তিনি বাউফলে আসেন। সোমবার রাত ১০টার দিকে এখানে এসে আটকা পড়েন। গাছটি অপসারণ না হলেও তিনি গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে পারবেন না।
পটুয়াখালী থেকে মুগডাল নিয়ে আসা কাভার্ডভ্যানচালক মো. হিরন বলেন, সোমবার ডাল সরবরাহ দিয়ে ধান নিয়ে ফেরার পথে আটকে যায় তার গাড়ি।
এ ছাড়া এ রুটে ঢাকা-বরিশালসহ সব রুটের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত গাছটি অপসারণ করা হয়নি।
স্থানীয় নুর হোসেন হাওলাদার বলেন, গাছটি অপসারণের জন্য ফায়ার সার্ভিস ও বন কর্মকর্তাকে অবহিত করা হলেও তারা কর্ণপাত করেননি। ভুক্তভোগীরা দ্রুত গাছটি অপসারণের দাবি জানিয়েছেন।