Logo
Logo
×

সারাদেশ

বেনাপোলের বিজিবি-মাদক ব্যবসায়ী সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৫:১৯ এএম

বেনাপোলের বিজিবি-মাদক ব্যবসায়ী সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

ফাইল ছবি

বেনাপোলের পুটখালী সীমান্ত পথে মাদকপাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আল আমিন (২৮) নামে এক যুবক।

বৃহস্পতিবার ভোরে বেনাপোলের পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটে।  

ঘটনাস্থল থেকে এ সময় ৪৬ বোতল ফেনসিডিল ও একটি হাঁসুয়া উদ্ধার করে বিজিবি।

গুলিবিদ্ধ আল আমিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, একদল চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযানে যায়।

এ সময় চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালালে বিজিবি আত্মরক্ষার্থে তাদের ওপর দুই রাউন্ড গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী আলামিনের ডান পায়ে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর সদর হাসপাতালে নেয়া হয়।

উল্লেখ্য, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিনকে গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেনসিডিলসহ পুটখালী বিজিবি আটক করে জেলহাজতে পাঠিয়েছিল। পরে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম