Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টাওয়ার নির্মাণে বাধা

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ১০:২৩ পিএম

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টাওয়ার নির্মাণে বাধা

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় বিএসএফ। শুক্রবার সকালে শ্রমিকরা যখন কাজ করছিলেন সে সময় বিএসএফ-এর আমুদিয়া ক্যাম্প সদস্যরা আপত্তি করে।

পরে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুস সবুরের সঙ্গে দ্বিপক্ষীয় অনানুষ্ঠানিক আলোচনা হয়। তিনি জানান, ১০০ ফুট উচ্চতার টাওয়ারটির নির্মাণ কাজ ৭৫ ফুট পর্যন্ত সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ চলার সময় বিএসএফ বাধা দেয়। কিছুক্ষণের জন্য কাজ বন্ধ থাকলেও ফের তা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, পর্যবেক্ষণ টাওয়ারটি বাংলাদেশের নিজস্ব ভূখণ্ডে। এতে বাধা দেয়ার আইনগত সুযোগ কারও নেই। টাওয়ার নির্মাণ কাজ অব্যাহত আছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম