
প্রিন্ট: ১০ মার্চ ২০২৫, ১২:০০ পিএম
হাজতে নেয়ার সময় হাতকড়া খুলে পালাল আসামি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০, ০৯:৩১ পিএম

আরও পড়ুন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেলহাজতে নেয়ার সময় হাতকড়া খুলে পালিয়েছে মাদক মামলার আসামি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদরের সবুজপাড়ায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের কুড়ারপাড় থেকে ১ গ্রাম হিরোইনসহ কুড়িগ্রাম সদরেরর হিঙ্গুনরায় চৌধুরীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলামকে আটক করে কাশীপুর-অনন্তপুর বিজিবি।
ওইদিন সন্ধ্যায় তারা তাকে নাগেশ্বরী থানা পুলিশে হস্তান্তর করে। শুক্রবার দুপুরে কনস্টেবল আরিফুল ইসলাম ও আফতাব আলী আসামিকে নিয়ে অটোরিকশায় করে কুড়িগ্রাম যাচ্ছিল। এ সময় আসামির এক হাতে হাতকড়া লাগিয়ে অপর হাতকড়া অটোরিকশার সঙ্গে লাগানো ছিল।
একপর্যায়ে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সে। পরে পুলিশ পিছু পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারেনি।
নাগেশ্বরী থানা ওসি রওশন কবীর এর সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে পুনরায় আটকের চেষ্টা চলছে।