Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার দেয়া হল কৃষককে

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৮:৩৬ পিএম

মানিকগঞ্জে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার দেয়া হল কৃষককে

মানিকগঞ্জ সদর উপজেলায় ৫০ শতাংশ ভতুর্কিতে কৃষককে ২৮ লাখ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টার দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক কৃষকের কাছে এই উন্নত কৃষিযন্ত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস। 

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক ও জেলা সার সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক খান তুষারসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন। 

এরআগে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বিতরণও করা হয়।

কম্বাইন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস বলেন, চলমান করোনা পরিস্থিতিতে শ্রমিক-সংকট মোকাবেলায় বোরো ধান ঘরে তুলতে সারাদেশেই ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

চলমান করোনা পরিস্থিতিতে বোরো ধান সংগ্রহে শ্রমিক-সংকটের কারণে কৃষকের বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। এই সমস্যা সমাধানে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি দিয়ে একসঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দি করা যাবে। এক একর জমির ধান বা গম কাটতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। প্রতি একরে জ্বালানি খরচ হয় মাত্র ৭ থেকে ৮ লিটার ডিজেল। 

এতে খরচ বাঁচবে ৬১ শতাংশ ও শ্রম বাঁচবে ৭০ শতাংশ। এই হারভেস্টার দিয়ে দিনে প্রায় ৮ একর জমির ধান কাটা যাবে বলে জানান তিনি। 

তিনি বলেন, জেলায় ৪৬ হাজার ৫৬৯ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এই ফসল সংগ্রহে জেলার ৭টি উপজেলায় মোট ২৬টি কম্বাইন্ড হারভেষ্টার দেয়া হবে। মানিকগঞ্জ সদর উপজেলায় দেয়া হয়েছে মোট ৬টি।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম