ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে বৃদ্ধের ঝুলন্ত লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০, ০৮:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে প্লাটফর্মের নিরাপত্তা বেষ্টনীর গ্রিলে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে ১নং প্লাটফর্মের পশ্চিম দিক থেকে লাশটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, দুপুরের দিকে বৃষ্টির পর পথচারীরা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনের প্লাটফর্ম এলাকা অনেকটা নীরব।
তিনি জানান, বৃদ্ধের বয়স ৬০-৬৫ বছর হবে। মাফলারে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার লাশটি ছিল। লাশের পাশে দুটি ব্যাগ পাওয়া যায়। এর একটিতে জ্যাকেট, কম্বল ও অপরটিতে কাপড় ছিল।