Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির কামড়ে মৃত্যু

Icon

কিশোরগঞ্জ ব্যুরো ও কটিয়াদী প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৯:১১ পিএম

কিশোরগঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির কামড়ে মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাক ভেঙে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির কামড়ে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাঁকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৌয়াল সবুজ মিয়া উপজেলার চর ঝাঁকালিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে এলাকার মৌমাছির চাক ভেঙে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধক হিসেবে মধু কাজ করে এমন প্রচারে সম্প্রতি মধুর চাহিদা বেড়ে যায়।

এ সময় পার্শ্ববর্তী চর নোয়াকান্দি গ্রামের একটি বড় নিম গাছে মৌমাছির চাকের সন্ধান পান তিনি। বুধবার বেলা ১১টার দিকে সেখানে চাক ভেঙে মধু সংগ্রহ করতে গাছে উঠেন তিনি।

চাকটি ভেঙে মধু সংগ্রহ করার সময় অসতর্কতাবশত চাকের একটি বড় অংশ সবুজ মিয়ার মাথায় ভেঙে পড়ে। আর মুহূর্তেই শত শত মৌমাছি তাকে কামড়াতে থাকে।

তিনি চিৎকারে করতে করতে কোনোরকমে গাছ থেকে নিচে নেমেই মৌমাছির কামড়ের বিষে জ্ঞান হারান। তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান রুস্তম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম