Logo
Logo
×

সারাদেশ

নাটোরে টিসিবির তেলসহ ব্যবসায়ী আটক

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১২:২৯ পিএম

নাটোরে টিসিবির তেলসহ ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রামে টিসিবির ৬০ লিটার সয়াবিন তেলসহ শাহ আলম সাজ্জাদ (৩৫) নামে এক কসমেটিক্স ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শাহ আলম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ফরিদপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। বুধবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর বাজারে শাহ আলমের কসমেটিক্সের দোকানে অভিযান চালানো হয়। 

এ সময় সেখান থেকে টিসিবির ৬০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধভাবে টিসিবির পণ্য মজুদের অভিযোগে তাকে আটক করা হয়।

টিসিবি আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম