করোনা সংকটে বোরো ধান ঘরে তুলতে রংপুর অঞ্চল থেকে কুমিল্লা ও অন্যত্র কৃষি শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী কৃষি শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
তারই অংশ হিসেবে রোববার দুটি বাসে ৬৬ জনের প্রথম কৃষি শ্রমিকের একটি দল রংপুরের গংগাচড়া থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে কৃষি শ্রমিক পাঠানো হবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জানান, প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য অধিদফতরের আন্তরিক সহযোগিতায় শ্রমিকের চাহিদা আছে এমন এলাকায় কৃষি শ্রমিক পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
ইতিমধ্যে কুড়িগ্রাম থেকে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পাঠানো হয়েছে কৃষি শ্রমিক। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা জেলা থেকে আরও শ্রমিক পাঠানোর প্রস্তুতি চলছে।
ধান কাটার কাজে ব্যবহারের জন্য ইতিমধ্যে দুটি হার্ভেস্টার রংপুর থেকে হাওর অঞ্চলে পাঠানো হয়ছে। আরও একটি শিগগিরই পৌঁছে যাবে হাওরে।
শ্রমিক পরিবহনে রংপুর-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান সক্রিয় সহযোগিতা করেন।