Logo
Logo
×

সারাদেশ

শ্বাসরোধে হত্যার পর যুবকের লাশ ফেলল কবরস্থানের জঙ্গলে

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:১৪ এএম

শ্বাসরোধে হত্যার পর যুবকের লাশ ফেলল কবরস্থানের জঙ্গলে

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

রোববার সকাল ৬টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের কবরস্থানের পাশে জঙ্গল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, ওই যুবককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর কবরস্থানের পাশে জঙ্গলে রেখে যায় দুর্বৃত্তরা। 

নিহত দিনাজ প্রামাণিক (৪৫) দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

মুলাডুলি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ওয়াসিম জানান, গোয়ালবাথান গ্রামের হায়দার মাস্টারের পারিবারিক কবরস্থানের পাশে ওই যুবকের মরদেহ দেখে মোবাইল ফোনে বিষয়টি জানান এক নারী। 

স্থানীয়রা শনাক্ত করেছেন মৃতদেহটি সুলতানপুর গ্রামের দিনাজের। মরদেহটির গলায় গামছা পেঁচানো রয়েছে। 

তবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর এখানে মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

সুলতানপুর গ্রামের সুজন দেওয়ান জানান, দিনাজ প্রামাণিক দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিন বছর আগে তিনি বাড়িতে ফেরেন। বর্তমানে পারিবারিক জমি দেখাশোনা করতেন। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ দিনাজ প্রামাণিকের মরদেহ উদ্ধার করেছে। 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ও ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তারা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম