Logo
Logo
×

সারাদেশ

ফেসবুক লাইভে স্ত্রীকে খুনের পর ৯৯৯-এ ফোন করেছিলেন স্বামী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১২:০১ পিএম

ফেসবুক লাইভে স্ত্রীকে খুনের পর ৯৯৯-এ ফোন করেছিলেন স্বামী

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী ৯৯৯-এ নিজেই ফোন করে ঘটনা জানান এবং পুলিশী সহায়তা চান।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে টুটুল ভূঁইয়া নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন নৃশংস খুনের অবতারণা করেন ওই যুবক।

দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ পুলিশ পরিচালিত 'জাতীয় জরুরি সেবা ৯৯৯'একজন কলার ফোন করে জানান, তিনি তার স্ত্রীকে খুন করেছেন। তিনি খুব স্বাভাবিক, অনুত্তেজিত কণ্ঠে কথাগুলো বলছিলেন। 

তিনি জানান, তার স্ত্রীর মৃতদেহ তার সামনে পড়ে আছে এবং ভেতর থেকে বাসার দরজা লাগানো থাকায় কেউ ঢুকতে পারছিল না। 

তিনি আরও জানান, তার নাম টুটুল ভূঁইয়া এবং ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাড়াঈপুর এলাকায় তার বাসা। তিনি ৯৯৯-এর কাছে তার ঠিকানায় পুলিশ পাঠানোর অনুরোধ জানান।

ঘটনার আকস্মিকতা সামলে নিয়ে ৯৯৯-এর কল টেকার ফেনী সদর থানার ডিউটি অফিসারকে ফোন করে ঘটনাটি জানান এবং কলার টুটুল ভূঁইয়ার সঙ্গে কথা বলিয়ে দেন। কলার টুটুল ভূঁইয়া খুব স্বাভাবিক কণ্ঠে ডিউটি অফিসারকে খুনের ঘটনাটি বলেন এবং তার বাসার ঠিকানা বলেন।  

ফেনী সদর থানার একটি পেট্রল টিম অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং হত্যাকাণ্ডের শিকার তাহমিনার (২৮) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। অভিযুক্ত কলার টুটুল ভূঁইয়া (৩৬)কে আটক করা হয়। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সংক্রান্তে ফেনী সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

জাতীয় জরুরি সেবা সেন্টারে  ইন্সপেক্টর আনোয়ার সাত্তার প্রেরিত এক বার্তায় এ সব তথ্য জানা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম