Logo
Logo
×

সারাদেশ

রাজস্থলীতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৯:১৭ পিএম

রাজস্থলীতে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। আক্রান্ত আছেন আরও ৫ জন।

উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিপুরা পল্লীতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃতরা হলেন বিনামতি ত্রিপুরা (৩৫) ও নিলু কুমার ত্রিপুরা (২৮)।

খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে জরুরি চিকিৎসা টিম পাঠানো হয়েছে উল্লেখ করে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন জ্বরে আক্রান্ত হওয়ার পর এক ধরনের পাগলামি করে বিনামতি ত্রিপুরা শুক্রবার বিকালে মারা যান। একই উপসর্গ নিয়ে নিলু কুমার ত্রিপুরা শনিবার বিকালে মারা গেছেন। এ ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। তারা সবাই জুমচাষী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে জরুরি চিকিৎসা টিম পাঠিয়েছি। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে। শুনেছি এক ধরনের পাগলামি করার পর ওই দুইজন মারা গেছেন।

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরস্বতী ত্রিপুরা জানান, কয়েকদিন আগে পাগলামি করার পর ওই দুইজন জ্বরে আক্রান্ত হন। পরে তারা মারা যান। এ ধরনের রোগে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পর্যাপ্ত ওষুধসহ জরুরি চিকিৎসা টিম গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম