Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় স্ত্রীর অভিযোগে শিক্ষককে পেটালেন চেয়ারম্যান

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:০৮ পিএম

কুমিল্লায় স্ত্রীর অভিযোগে শিক্ষককে পেটালেন চেয়ারম্যান

কুমিল্লার দেবিদ্বারে মাওলানা আজিজুর রহমান নামের মাদ্রাসা শিক্ষককে পিটিয়েছেন রাজামেহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার। 

ওই মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর অভিযোগে বৃহস্পতিবার তাকে মারধর করা হয়। 

আহত ওই শিক্ষককে শুক্রবার পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিক্ষক আজিজুর একই ইউনিয়নের বেতরা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এবং বেতরা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।  

আহত ওই শিক্ষক জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রী বৃহস্পতিবার তার বিরুদ্ধে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে দুপুরের দিকে স্থানীয় গ্রাম পুলিশ আবদুল মতিন ওই শিক্ষককে বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান। 

শিক্ষক আরও জানান, তিনি চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সময় তার মেয়ে দাখিল শ্রেণির ছাত্রী আরিফাতুন নুর এবং চাচাতো ভাই আবদুস ছামাদকে সঙ্গে নিয়ে যান। 

চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পর তার কোনো বক্তব্য না শুনেই চেয়ারম্যান লোহা ও কাঠের লাঠি দিয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তিনি চেয়ারম্যানের পায়ে ধরে ক্ষমা চান এবং পরে সেখানে উপস্থিত তার মেয়ে চিৎকার করেও তাকে রক্ষা করতে পারেনি। 

এ সময় ইউপি সদস্য নুরুল ইসলামসহ অন্যান্য লোকজনও চেয়ারম্যানকে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। 

মারধর করার বিষয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ওই শিক্ষকের স্ত্রীর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি তাকে মারধর করেছি। তার স্ত্রী থানায় মামলা করলে গ্রেফতার হতো। এলাকার সম্মান যেত। তাই আমি এভাবে কিছু মারধর করে বিচার করেছি। 

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ দাখিল করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম