Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগকে সঙ্গে নিয়ে কৃষকের ধান কাটবেন এমপি তৌফিক

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ১০:০০ পিএম

ছাত্রলীগকে সঙ্গে নিয়ে কৃষকের ধান কাটবেন এমপি তৌফিক

রেজওয়ান আহম্মদ তৌফিক। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কে কৃষি শ্রমিক না পাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকদের ধানকাটার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক।

জানা গেছে, করোনা সংকটে অসহায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন এমপি তৌফিক। 

নিজের ফেসবুক টাইমলাইনে সোমবার রাত ১২টার দিকে তিনি এই পোস্ট দেন। সেখানে তিনি বলেন, এই সংকটে ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের ছাত্রলীগকে ধান কাটতে হবে। সঙ্গে থাকব আমি।

মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত তার পোস্টে লাইক পড়েছে ১৯০০টি, অভিনন্দন জানিয়ে কমেন্ট পড়েছে ৪৪৪টি এবং শেয়ার হয়েছে ২৯৪টি।

তার আহ্বানে তাৎক্ষণিক সাড়া দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালনের অঙ্গীকার করেছে।

বাবার পদাঙ্ক অনুসরণ করে রেজওয়ান আহম্মদ তৌফিকও এ জনপদের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি টানা তিনবার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম