কক্সবাজারে চোরাবালিতে আটকা পড়ে ২ স্কুলছাত্রীর মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ১০:৩৩ এএম
মাতামুহুরী নদী। ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকা পড়ে দুই স্কুলছাত্রী মারা গেছে।
মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার কাকারা ইউনিয়নের লুটনী এলাকায় মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হল- কাকারা লুটনী এলাকার আবদুল মুনাফের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী ইয়াছমিন আক্তার ইজমা (১৪) ও শামশুল আলমের মেয়ে ৫ম শ্রেণির ছাত্রী আসমাউল হুসনা মুন্নি (১১)। তাদের পারিবারের সদস্যরা জানিয়েছেন, তারা আপন মামাতো-ফুফাতো বোন।
কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শওকত ওসমান জানান, তারা চার স্কুলছাত্রী মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাতামুহুরী নদীর লুটনী পয়েন্টে গোসল করতে নামে। গোসল করতে নামার কিছুক্ষণের মধ্যে ইয়াছমিন ও আসমাউল হুসনা নদীতে তলিয়ে যায়।
এ সময় অপর দুই স্কুলছাত্রী খবর দিলে এলাকাবাসী গিয়ে বেলা আড়াইটার দিকে দু'জনের লাশ উদ্ধার করে।