লোকালয়ে এসে আটকা পড়ল বিরল প্রজাতির মেছো বাঘ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৭:৩১ পিএম

ফেনীর সোনাগাজীতে স্থানীয় গ্রামবাসী ধাওয়া করে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করেছে।
সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামে এলে লোকজন বাঘটিকে আটক করে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, বাঘটি আটকের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। পরে দুপুরে ফেনীর কাজীরবাগ ইকোপার্কে বাঘটি অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।
বিকাল ৪টার দিকে জেলা বন বিভাগের কর্মকর্তারা কাজীরবাগ ইকোপার্কে বাঘটি অবমুক্ত করে।