Logo
Logo
×

সারাদেশ

মুন্সীগঞ্জে বৈঠার আঘাতে জেলে নিহত

Icon

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৮:০৫ পিএম

মুন্সীগঞ্জে বৈঠার আঘাতে জেলে নিহত

মেঘনা নদী। ফাইল ছবি

গজারিয়া উপজেলার মেঘনা নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে দুই জেলের মধ্যে বিতণ্ডার জেরে বৈঠার আঘাতে এক জেলে নিহত হয়েছেন।

শুক্রবার সকালে ৭টার দিকে গজারিয়া থানার চর বলাকি সাকিনের সন্নিকটে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ দাস (৩৫)। তিনি হবিগঞ্জের মুড়াকুড়ি লাখাই গ্রামের শ্রীচরণ দাসের ছেলে।

পুলিশ জানায়, চর বলাকি সাকিনের কাছে মেঘনা নদীতে ছোট নৌকাযোগে কাচকি মাছ ধরার জাল ফেলার জায়গা নিয়ে দুই জেলের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। ইন্দ্রজিৎ দাস (৩৫) ও পিন্টু দাস (৪২) আলাদা নৌকায় ছিলেন।

এক পর্যায়ে পিন্টু দাস তার হাতের বৈঠা দিয়ে ইন্দ্রজিৎ সাদের বাম কান বরাবর আঘাত করলে ইন্দ্রজিৎ নদীতে পড়ে যায়। পরে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।

পিন্টুকে নৌকাসহ আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম