Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১০:৪৬ পিএম

জামালপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

জামালপুরে ১০০ মেগাওয়াট মতিয়ারা পাওয়ার প্লান্ট

জামালপুরে ১০০ মেগাওয়াট মতিয়ারা পাওয়ার প্লান্টের ভেতরে বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দীন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাওয়ার প্লান্টের ভেতরে থাকা পিডিবির একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে।

প্লান্টের প্রশাসনিক কর্মকর্তা গরীব নেওয়াজ খান জানান, পাওয়ার প্লান্টের ভেতরে পিডিবির বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রের টান্সফর্মারে আগুন লাগে। এতে পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম