Logo
Logo
×

সারাদেশ

গচ্ছিত টাকা চাওয়ায় প্রতিবন্ধী ভাইকে পেটালেন ভাইস চেয়ারম্যান

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১১:১০ পিএম

গচ্ছিত টাকা চাওয়ায় প্রতিবন্ধী ভাইকে পেটালেন ভাইস চেয়ারম্যান

গচ্ছিত টাকা চাওয়ায় প্রতিবন্ধী সৎভাই বেদার মিয়াকে (৪০) নির্মমভাবে পিটিয়েছেন কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা হাজীপাড়ায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

উপজেলা ভাইস চেয়ারম্যানের সৎভাই বেদার মিয়া মানসিক প্রতিবন্ধী। তার মা বেঁচে নেই। তাদের বড়ভাই ঝিলংজা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার জহির মিয়া কাজল।

জহির মিয়া কাজল জানান, পৈতৃক সূত্রে পাওয়া তাদের সবার জমি রেললাইনের অধিগ্রহণে পড়ে। অধিগ্রহণের ওই টাকা উত্তোলনের জন্য সবাই তাদের সৎভাই ভাইস চেয়ারম্যান রশিদ মিয়াকে অ্যাটর্নি পাওয়ার দেন। টাকা তুলে রশিদ মিয়া ভাইবোনদের ভাগের কিছু অংশ আত্মসাৎ করেন।

এর মধ্যে বেদার মিয়া প্রতিবন্ধী হওয়ায় তার ভাগের টাকা নিজের কাছে রেখে দেয় ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। এভাবে বেদার মিয়ার ১৪ লাখ টাকা কুক্ষিগত করে রাখে ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।

জহির মিয়া কাজল জানান, প্রতিবারের মতো টাকা চাইতে গেলে সোমবার বিকালে রশিদ মিয়া তার প্রতিবন্ধী বড় ভাই বেদার মিয়াকে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। প্রতিবাদ করলে তার সঙ্গেও অসদাচরণ করেন রশিদ মিয়া।

র্যা বের একটি দল বেদার মিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান কাজল।

কক্সবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া জানান, বেদার মিয়ার টাকা আত্মসাতের বিষয়টি সত্য নয়। তার টাকা আমার কাছে জমা আছে। তাকে বাড়ি করে দেয়ার জন্য ইট, বালি ও সিমেন্ট কিনে রেখেছি।

রশিদ মিয়া আরও বলেন, তাকে মারধর করেছি সত্য। তবে টাকার জন্য নয়। তাকে মেরেছি ভিটার এক জায়গায় ময়লা ফেলার জন্য।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম