Logo
Logo
×

সারাদেশ

শিবচরে একটি বাজারের ঘর ভাড়া না নেয়ার ঘোষণা মালিকের

Icon

শিবচর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১০:৩৮ পিএম

শিবচরে একটি বাজারের ঘর ভাড়া না নেয়ার ঘোষণা মালিকের

করোনাভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চারটি এলাকাকে পুরোপুরিভাবে অবরুদ্ধ করা হয়েছে।

এ ছাড়াও পুরো উপজেলায় জনসমাগম এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে বাজারের দোকানপাট ও গণপরিবহন।

শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে উপজেলায়। এ দিকে দোকানপাট বন্ধ রাখায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিষয়টির কথা চিন্তা করে শিবচরের উৎরাইল নয়াবাজারের এক ঘর মালিক তার দোকান ঘরের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবী ও শিবচরভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয়ের প্রতিষ্ঠাতা সদস্য সহিদুজ্জামান সোহেল উপজেলার উৎরাইল নয়াবাজারে তার মার্কেটের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছেন।

বাজারে তার ১০টি দোকান ঘর ও তিনটি বসবাসের ঘর রয়েছে। দোকানগুলোর মধ্যে মুচির দোকান, চায়ের দোকান, সেলুনসহ নিম্ন আয়ের মানুষ ব্যবসা করছে। এবং বসবাসের ৩টি ঘরে এলাকার নিম্ন আয়ের পরিবার ভাড়া থাকেন। করোনাভাইরাস মোকাবেলায় বাজারের এ সব দোকানি তাদের দোকান বন্ধ রাখছেন। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়া এ সব দোকানির চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

দোকানিরা জানান, মঙ্গলবার সকালে ফোন দিয়ে প্রত্যেক ভাড়াটিয়ার কাছে ভাড়া না নেয়ার সংবাদ পৌঁছে দেন তিনি। এ ছাড়াও পরিস্থিতি বিবেচনায় আগামী মাসগুলোতেও ভাড়া মওকুফ করতে পারেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

মোবাইল ফোনে দোকান মালিক সহিদুজ্জামান সোহেল বলেন, ‘এই পরিস্থিতিতে সবইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শিবচর বেশ ঝুঁকিতে রয়েছে। বাজারের সব দোকান বন্ধ রাখতে হচ্ছে। নিম্ন আয়ের এই দোকানিদের কষ্ট হবে। আমার সাধ্যমত আমি এগিয়ে এসেছি। আমার যে দোকান ঘর রয়েছে তার ভাড়াটিয়াদের আমি চলতি মাসের ভাড়া ফ্রি করে দিয়েছি। পরিস্থিতি বিবেচনায় আগামী মাসগুলোর ভাড়াও মাফ করে দেব।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম