মেরামতের তিন মাসে ফের ভেঙ্গে পড়ল ভেদরগঞ্জের বেইলি ব্রিজ
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ১২:১৪ পিএম
ভেঙ্গে পড়ল ভেদরগঞ্জের বেইলি ব্রিজ
তিন মাস আগে কয়লাবোঝাই ট্রাক নিয়ে ভেঙ্গে পড়েছিল শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুরে অবস্থিত বেইলি ব্রিজ।
ওই সময় মেরামত শেষে পুনরায় শুরু হয় যানবাহন চলাচল। ৩ মাস না যেতেই সেই ব্রিজটি মঙ্গলবার দুপুর ১২টার দিকে আবারও ভেঙ্গে পড়ল পাথরবোঝাই ট্রাক নিয়ে।
এর ফলে ব্রিজটির দুই পাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বন্ধ রয়েছে ওই রুটের যানবাহন চলাচল।
স্থানীয়রা জানান, খুলনা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশটি দিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ২১টি জেলার শত শত বাস, ট্রাক, কার্গো, পিকআপ চলাচল করে। শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের এ ব্রিজটি গত ২৪ ডিসেম্বর ভেঙ্গে যায়। পরে তা মেরামত করে সড়ক বিভাগ ব্রিজটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৩ টন হিসাবে নির্ধারণ করে দেয়।
কিন্তু সড়ক বিভাগের নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিনই অতিরিক্ত ওজন নিয়ে শত শত যানবাহ ব্রিজটি দিয়ে চলতে থাকে। পরে মঙ্গলবার সকালে ব্রিজটি পার হওয়ার সময় স্লিপার ভেঙ্গে পাথরবাহী ট্রাক আটকে যায়।
রুটে যাতায়াতকারী ট্রাক চালকরা বলেন, কয়েকদিন পরপরই এ ব্রিজের বিভিন্ন অংশ ভেঙ্গে গাড়ি আটকে যায়। এখন রাস্তার কাজ কিছুটা করা হলেও ব্রিজগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই।
শরীয়তপুর সড়ক বিভাগের প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ঘটনাটি শোনার পর আমাদের লোকজন সেখানে উপস্থিত হয়েছে। শিগগিরই সেখানে মেরামত কাজ শুরু করা হবে।