Logo
Logo
×

সারাদেশ

বঙ্গোপসাগরে বড়শিতে ধরা পড়ছে বিশাল বিশাল শাপলা পাতা মাছ

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১০:০৪ পিএম

বঙ্গোপসাগরে বড়শিতে ধরা পড়ছে বিশাল বিশাল শাপলা পাতা মাছ

মোংলার মাছ বাজারে আনা বড় সাইজের সামুদ্রিক শাপলা পাতা মাছ

শীত মৌসুমের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলে সামুদ্রিক মাছের তেমন দেখা মিলছে না। তবে বড় সাইজের সামুদ্রিক শাপলা পাতা মাছের বেশ ছড়াছড়ি দেখা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় এ মাছের ব্যাপক আনাগোনা। এতে খুশি সাগরে মাছ আহরণকারী বড়শিয়াল (জেলে), ক্রেতা ও স্থানীয় আড়তদাররা।

রোববার বিকালে মোংলার মাছ বাজারে উত্তর চাঁদপাই এলাকার বাসিন্দা দিদার হোসেন দুলালের মালিকানাধীন সুপার স্টার ফিস নামের আড়তে আনা হয় ২০টি বিশাল আকারের শাপলা পাতা মাছ। সাগর এলাকায় এসব মাছ বড়শি দিয়ে ধরা হয়।

শাপলা পাতা মাছগুলো ৪-৫ জনের বড়শিয়াল গ্রুপ নৌকায় করে এনে এখানে বিক্রি করেছেন। যার একটির সর্বোচ্চ ওজন প্রায় দেড়শ’ কেজি। অন্যগুলোর ওজন ৮০ কেজি থেকে প্রায় ১৩০ কেজি পর্যন্ত।

মাছ ক্রেতা আড়তদার দিদার হোসেন দুলাল জানান, গড়ে ২৩০ টাকা কেজি করে কেনা প্রতিটি বড় সাইজের মাছ তিনি অতিরিক্ত দামে বিক্রির জন্য সন্ধ্যায় বরিশাল বাজারে পাঠিয়েছেন। অন্য ছোট মাছগুলো কেটে তিনি স্থানীয় বাজারে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। একসঙ্গে এত বড় সাইজের মাছ কিনতে ও বিক্রি করতে পেরে তিনি বেজায় খুশি।

এ ছাড়া স্থানীয় ক্রেতারাও এ মাছ কিনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।

দুলাল আরও জানান, গত কয়েক দিন ধরে মোংলার বাজারে প্রচুর শাপলা পাতা মাছ আসছে।

উল্লেখ্য, উপকূলীয় এলাকায় শাপলা মাছ খুবই জনপ্রিয়। এদিকে একসঙ্গে এতগুলো মাছের আনাগোনা দেখে স্থানীয় বাজারে উৎসুক জনতার ভিড় পড়ে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম