বঙ্গবন্ধুর জন্মদিনে আহত যুবলীগকর্মী মুরাদের মৃত্যু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০১:৩৩ পিএম
![বঙ্গবন্ধুর জন্মদিনে আহত যুবলীগকর্মী মুরাদের মৃত্যু](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/03/21/image-291479-1584776297.jpg)
যুবলীগকর্মী মুরাদ। ছবি: যুগান্তর
যশোরে অভয়নগর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিনে সন্ত্রাসীর হামলায় আহত যুবলীগকর্মী মুরাদ হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
নিহত মুরাদ হোসেন উপজেলার ধোপাদি গ্রামের মুহাব্বুল সরদারের ছেলে।
এলাকাবাসী জানান, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগকর্মী মুরাদ হোসেনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
দীর্ঘ চারদিন পর তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার রাতে মারা যান।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, সন্ত্রাসীরা ওই দিন উপজেলার ধোপাদি নতুন বাজার নামক স্থানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবলীগকর্মী মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে জখম করে।
দীর্ঘ চারদিন হাসপাতালে থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানা পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।