Logo
Logo
×

সারাদেশ

করোনাভাইরাস: এবার বন্ধ হলো লাঙ্গলবন্দের স্নানোৎসব

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:১৭ এএম

করোনাভাইরাস: এবার বন্ধ হলো লাঙ্গলবন্দের স্নানোৎসব

লাঙ্গলবন্দের স্নানোৎসব। ছবি: যুগান্তর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে এবার হচ্ছে না হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব।

করোনাভাইরাস আতংকে তীর্থস্থান লাঙ্গলবন্দের দুই দিন ব্যাপী স্নানোৎসব বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল স্নানোৎসব হওয়ার কথা ছিল। বাংলাদেশ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, নেপাল থেকে প্রায় ১০ লাখ দর্শনার্থী প্রতি বছর  লাঙ্গলবন্দে স্নানোৎসবে অংশ নেন।

শনিবার বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল ,তীর্থযাত্রাসহ সব রকম জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে।

এ কারণে লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে। স্নানোপক্ষে লাঙ্গলবন্দ হয়ে ওঠে উৎসবমুখর। প্রায় ১০ লাখ লোকের সমাগম হয় এখানে। ভারত, নেপাল, ভুটান থেকে প্রচুর পূণ্যার্থী আসেন লাঙ্গলবন্দে।

এর মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় স্নান এ বছরের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

লগ্ন অনুযায়ী লাঙ্গলবন্দের আদি ব্রহ্মপুত্র নদের তীরে ৩১ মার্চ বিকাল ৫টা থেকে শুরু হয়ে পরদিন ১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত দুদিন ব্যাপি অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠানের কথা ছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম