নবীনগরে বাল্যবিয়ে: ইউএনও আসার খবরে পালিয়ে গেল বর
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৩:৪৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে একস্কুল ছাত্রী।
মুচলেকা দিয়ে এ যাত্রায় পার পান ছাত্রীটির অভিভাবক। ইউএনওর অভিযানের সংবাদ পেয়ে কনের বাড়ি থেকে পালিয়ে যায় বরপক্ষ।
বৃহস্পতিবার নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ড দোলাবাড়ি গ্রামে ওই বিয়ের আয়োজন করা হয়। কনে ইব্রাহীমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
উপজেলার নাছিরাবাদ গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. কদর মিয়ার সঙ্গে তার বিয়ে হচ্ছিল।
এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে কনের চাচা হারুন অর রশিদকে মোবাইল কোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা ও বাল্য বিয়ে দিবে না মর্মে মুচলেকা রেখে বিয়ে বন্ধ করে দিয়েছি।