হবিগঞ্জে বিয়ে আটকে গেল ফ্রান্স প্রবাসীর
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৭:২৩ এএম
বিয়ে বাড়িতে প্রশাসনের অভিযান। ছবি: যুগান্তর
হবিগঞ্জের মাধবপুরে ফ্রান্স ফেরত এক প্রবাসীর বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তফা ও শাহিনুর ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ফ্রান্স প্রবাসী এক যুবকের চুনারুঘাটে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গায়ে হলুদ ছিল।
খবর পেয়ে আমবাড়িয়া গ্রামে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। এ সময় ফ্রান্স প্রবাসী যুবকের বাবার কাছ থেকে আপাতত জনসমাগম করে কোনো অনুষ্ঠানের আয়োজন করবে না এমন একটি মুচলেকা রাখা হয়।
প্রসঙ্গত, পাঁচ মাসে এই ফ্রান্স প্রবাসী বাড়িতে আসেন। তবে তার এক ভাই গত মাসে এবং আরেক ভাই চলতি মাসের ১৪ তারিখ প্রবাস থেকে দেশে ফেরেন।