Logo
Logo
×

সারাদেশ

আখের রস খেয়ে ভৈরবে একই পরিবারের ৫ জন হাসপাতালে

Icon

ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ১০:০৪ পিএম

আখের রস খেয়ে ভৈরবে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ভৈরবে চিকিৎসা নেয়া চারজন। ছবি: যুগান্তর

কিশোরগঞ্জের ভৈরবে আখের রস খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর বলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

শুক্রবার বিকালে শহরের নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন রহমত আলী (৩৫), তার মেয়ে ঝুমা (১৪), ভাতিজা সাদ্দাম (১০), সাগর (১২) ও পুষ্প বেগম (৩০)। এদের মধ্য ঝুমাকে ঢাকায় পাঠানো হয়। অপর ৪ জন ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঝুমার দূরসম্পর্কের এক নানা আজ শুক্রবার বিকালে বাড়িতে এসে আখের রস সবাইকে খাওয়ায়। রস খাওয়ার কিছুক্ষণ পর তারা বমি করতে থাকে। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

রহমত আলী জানায় আমার চাচাতো শ্বশুর শখ করে বিকালে আখের রস খাওয়ালে এই ঘটনা ঘটে। আখের রসে কিছু ছিল কিনা আমরা জানি না। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা বেগম জানান, আখের রসে নেশা জাতীয় পদার্থ ছিল বলে আমরা ধারণা করছি। তবে পরীক্ষা করার পর বলা যাবে কিভাবে ঘটনা ঘটল। এখন তারা অসুস্থ, তাই এতকিছু জিজ্ঞাসা না করে চিকিৎসা করছি। 
তিনি বলেন, ৪ জন চিকিৎসায় সুস্থ হবে। একজনের অবস্থা গুরুতর দেখে ঢাকায় পাঠিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম