নওশিনের তুলির আঁচড়ে চিত্রাঙ্কনে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১০:২৭ পিএম

পোস্টার অংকন প্রতিযোগিতায় পাবনার ইমাম গ্যালারি গার্লস স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী নওশিনের আঁকা ছবিতে বাংলাদেশ বিশ্বের বুকে দ্বিতীয় স্থান অর্জন করল।
জাতিসংঘ ঘোষিত বিশ্ব খাদ্য দিবসের পোস্টার অংকন প্রতিযোগিতায় নওশিন ইয়াসমিন খান SDG-এর ২- Zero Hungar-এর ওপর জাতিসংঘ অন্তর্ভুক্ত সংস্থা FAO-এর উদ্যোগে এবং BIID ফাউন্ডেশনের সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। জেনেভা থেকে প্রেরিত, সম্মাননা পুরস্কার ও সার্টিফিকেট সম্প্রতি পাবনার ইমাম গ্যালারি গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের কাছে আসে।
পরে ওই প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রীর মাঝে এক আনন্দঘন পরিবেশে নওশিনের হাতে পুরস্কারসহ সনদপত্র তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা।
গত বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় বিশ্বের মোট ১৩০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ইংল্যান্ড প্রথম, বাংলাদেশ দ্বিতীয় ও আমেরিকা তৃতীয় স্থান অধিকার করে।
পাবনার বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল হামিদ খান ও ঝর্ণা ইয়াসমিনের একমাত্র কন্যা নওশিন ইয়াসমিন খান। নওশিনের ভবিষ্যতে আরও সাফল্যের জন্য তার বাবা-মা সবার দোয়া প্রত্যাশী।