
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
মুলাদীতে বসতঘরে বোমা নিক্ষেপ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১০:২৩ পিএম

আরও পড়ুন
বরিশালের মুলাদীতে রাতের আঁধারে বসতঘরে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের মধ্য চরমালিয়া গ্রামের দেলোয়ার বেপারীর বসতঘরে দুর্বৃত্তরা ২টি বোমা নিক্ষেপ করে।
দেলোয়ার বেপারী জানান, রোববার রাতে কে বা কারা ঘরের দরজার সামনে পরপর ২টি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘরের মধ্যে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীকালে দরজা খুলে বাইরে এসে তিনি কাউকে দেখতে না পেয়ে বিষয়টি মুলাদী থানা পুলিশকে অবহিত করেন।
মুলাদী থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বোমার আলামত জব্দ করেন। এ ঘটনায় দেলোয়ার বেপারীর স্ত্রী আইরিন সুলতানা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা নিক্ষেপের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।