মাটিরাঙ্গায় সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আরও বাড়ল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ০২:১০ পিএম
![মাটিরাঙ্গায় সংঘর্ষ: তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আরও বাড়ল](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/03/08/image-286723-1583655263.jpg)
ফাইল ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় বাড়াল জেলা প্রশাসন।
রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও ঘটনাস্থলে থাকা বিজিবি সদস্যদের বক্তব্য নিতে না পারায় তা জমা দেয়ার সময় আগামী ১২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ১১ মার্চ মাটিরাঙ্গা উপজেলা পরিষদে ঘটনাস্থলে থাকা বিজিবি সদস্যদের বক্তব্য গ্রহণ শেষে ১২ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গত মঙ্গলবার মাটিরাঙ্গার গাজীনগরে গাছ কাটা নিয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হন। এর মধ্যে এক বিজিবি সদস্যও রয়েছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।