Logo
Logo
×

সারাদেশ

উল্লাপাড়ায় মাটি খননকালে মিলল রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত মুদ্রা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১১:০১ পিএম

উল্লাপাড়ায় মাটি খননকালে মিলল রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত মুদ্রা

রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত মুদ্রা

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় উল্লাপাড়ার পশ্চিমপাড়ায় মৃত আকবর মৃধার ছেলে বাবুল মৃধার বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করার সময় রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত ১৮০০ সালের ৩২টি রৌপ্যমুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে এ মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম।

তিনি বলেন, প্রায় ১৫ দিন আগে বাবুল মৃধার বাড়িতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খনন কাজ করছিলেন ৪ শ্রমিক। এ সময় মাটির নিচ থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত ৩২টি প্রাচীন রৌপ্যমুদ্রা বেরিয়ে আসলে ওই চার শ্রমিক সেগুলো আটটি করে ভাগ করে নিয়ে যান। পরে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা করলে পুলিশ বিষয়টি অবগত হয় এবং বুধবার রাতে তাদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া রৌপ্যমুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবি সংবলিত ১৮০০ সালের। এগুলোর মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। অপর পাশে প্রত্যেকটির গায়ে রানী ভিক্টোরিয়ার ছবি রয়েছে। যার ১৩টির গায়ে ভিক্টোরিয়া কুইন ও ১৯টির গায়ে ভিক্টোরিয়া ইমপ্রেস লেখা রয়েছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম