Logo
Logo
×

সারাদেশ

ভোলায় বোনের মেয়ের মৃত্যুর সংবাদে প্রাণ হারালেন মাহিনুর

Icon

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৮:১০ পিএম

ভোলায় বোনের মেয়ের মৃত্যুর সংবাদে প্রাণ হারালেন মাহিনুর

ভোলার চরফ্যাশন পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের একটি বাসায় বেড়াতে এসে দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। 

নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ফারুক হাওলাদারের স্ত্রী মাহিনুর বেগম (৪৫) এবং লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মুক্তা (২৫)। এরা সম্পর্কে খালা ও বোনের মেয়ে। মুক্তার মৃত্যু সংবাদে মাহিনুুরের মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।  

নিহত মাহিনুরের জামাতা আবু মিয়া জানান, তার বাসা চরফ্যাশন পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডে। কিছুদিন আগে শাশুড়ি মাহিনুর তার বাসায় বেড়াতে আসেন। বুধবার তার স্ত্রীর খালাতো বোন মুক্তা অসুস্থতাজনিত কারণে চিকিৎসক দেখাতে তার বাসায় আসেন। 

সন্ধ্যায় মুক্তা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় বোনের মেয়ের মৃত্যু সংবাদ শুনে তার শাশুড়ি মাহিনুর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। 

তবে চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, মাহিনুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার রাত পৌনে ১০টায়, চিকিসাধীন রাতে তার মৃত্যু হয়। আর মুক্তাকে স্বজনরা রাত ১১টায় মৃত অবস্থায় হাসপাতাল এনেছেন।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম