Logo
Logo
×

সারাদেশ

পূবাইলে শ্বশুরবাড়িতে রেজাউলের ঘি তৈরির কারখানা!

Icon

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:০৭ পিএম

পূবাইলে শ্বশুরবাড়িতে রেজাউলের ঘি তৈরির কারখানা!

ভেজাল ঘি উৎপাদনকারী রেজাউল করিমকে আটক করে পুলিশ

গাজীপুরের পূবাইল মেট্রো থানা এলাকায় বিপুল পরিমাণ নকল, ভেজাল ঘি, গুঁড়া মসলা ও তৈরি করার মেশিনপত্র জব্দ করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল হায়দরাবাদের দিলার টেক এলাকায় এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সারাদিন অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে ভেজাল ঘি উৎপাদনকারী রেজাউল করিমকে বিপুল পরিমাণ ঘিসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ভেজাল ঘি বাড়িতে রাখার কারণে রেজাউল করিমের চাচাশ্বশুর ইসমাইলকেও আটক করে পুলিশ।

আটক রেজাউল করিমের বাড়ি নওগাঁ জেলার পোর্সা থানার রোনাহার গ্রামে। সে দীর্ঘ ২০-২৫ বছর ধরে হায়দরাবাদের দিলারটেক শ্বশুরবাড়িতে থেকে ভেজাল ঘিসহ বিভিন্ন গুঁড়া মসলা টঙ্গী বাজারে পাইকারি বিক্রি করে আসছিল।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া যুগান্তরকে জানান, বুধবার সকালে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কোর্টের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম