
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ এএম
গৌরনদীর কমিউনিটি ক্লিনিকে মার্কিন প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৭:৫৯ পিএম

গৌরনদীর কমিউনিটি ক্লিনিকে মার্কিন প্রতিনিধি
আরও পড়ুন
বরিশালের ডিজিটাল ইউনিয়নখ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন আমেরিকার নাগরিক ও ইউএসআইডির প্রতিনিধি এরিয়েলা ক্যামেরা।
বুধবার দুপুরে তিনিসহ তার সফর সঙ্গীরা পশ্চিম বেজহার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের হল রুমে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএসআইডির প্রতিনিধি এরিয়েলা ক্যামেরা, ডা. ফারহানা আক্তার, সেভ দ্যা চিলড্রেনের আইসিএইচডব্লিউ প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক এখলাস উদ্দিন প্রমুখ।
শেষে পরিদর্শনকারী প্রতিনিধিদের হাতে ইউনিয়ন পরিষদের উন্নয়নের তথ্যচিত্রের বই প্রদান করা হয়।
এ সময় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।