Logo
Logo
×

সারাদেশ

শ্রীবরদীতে স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে স্বামী আটক

Icon

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ০৬:৩৭ পিএম

শ্রীবরদীতে স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে স্বামী আটক

শ্রীবরদীতে স্ত্রীর ছবি ম্যাসেঞ্জারে পাঠানো ও ফেসবুকে ফেক আইডি খুলে হুমকি দেয়ার অভিযোগে ইব্রাহীম ওরফে রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী (২২) বাদী হয়ে বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন।

ইব্রাহীম শ্রীবরদী পৌর শহরের কলাকান্দা গ্রামের সাহেব আলীর ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে প্রায় ৪ বছর পূর্বে কলাকান্দা গ্রামের ইব্রাহীম ওরফে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর ইব্রাহীম ওরফে রাসেল মাদকাসক্ত হয়ে পড়ে।

এরপর থেকেই সে তার স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এ ঘটনায় পরিবারে লোকজন মাদকাসক্ত ইব্রাহীমকে ২০১৯ সালের আগস্ট মাসে জামালপুর রিলেশন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে ৩ মাস চিকিৎসা করায়। কিন্তু চিকিৎসা কেন্দ্র থেকে ফিরে পুনরায় মাদকাসক্ত হয়ে পড়ে এবং পূর্বের ন্যায় স্ত্রীকে নির্যাতন করতে থাকে।

নির্যাতন সইতে না পেরে গত ২৫ ফেব্রুয়ারি স্বেচ্ছায় ইব্রাহীমকে ডিভোর্স দেয় তার স্ত্রী। এ ঘটনায় ইব্রাহীম ক্ষিপ্ত হয়ে উঠে স্ত্রীকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় ইব্রাহীম ফেসবুকে ফেক আইডি খুলে গোপন ক্যামেরায় ধারণকৃত স্ত্রীর নগ্ন ছবি পরিবারের লোকজন ও বন্ধুদের ম্যাসেঞ্জারে দেয়। এ ছাড়া আপত্তিকর লেখাসহ ওই ফেক আইডিতে পোস্ট করে।

ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে ইব্রাহীমকে আসামি করে শ্রীবরদী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইব্রাহীম ওরফে রাসেলকে গ্রেফতার করেন।

শ্রীবরদী থানা ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহীমকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম