Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে পোকায় খেল ১ হাজার মেট্রিক চাল!

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০৯:১১ পিএম

সিরাজগঞ্জে পোকায় খেল ১ হাজার মেট্রিক চাল!

সরকারি খাদ্য গুদামে পোকার আক্রমণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবড়ি নৌবন্দরে অবস্থিত সরকারি খাদ্য গুদামে হঠাৎ পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে এ গুদামের প্রায় ১ হাজার মেট্রিক টন চাল নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুরে বাঘাবাড়ি সরকারি খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, আক্রান্ত গুদামের চাল পোকার হাত থেকে রক্ষার জন্য ওই গুদামে ওষুধ দেয়া হচ্ছে।

এ বিষয়ে বাঘাবাড়ি খাদ্যে গুদামের ইনচার্জ ইয়াকুব হোসেন জানান, এখানে ১ হাজার মেট্রিক টন চাল ধারণ ক্ষমতার ৭টি খাদ্য গুদাম রয়েছে। এ ৭টি গুদামে মোট ৭ হাজার মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এ মধ্যে একটি গুদামে হঠাৎ করেই পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে সামান্য পরিমাণ চাল নষ্ট হলেও সব চাল খাওয়ার অনুপযোগী হবে না।

তিনি জানান, ইতিমধ্যে আক্রান্ত গুদামের চাল পোকার হাত থেকে রক্ষার জন্য গুদামটিতে কীটনাশক গ্যাস ট্যাবলেট দিয়ে দরজা বন্ধ করে রাখা হয়েছে। ৪দিন পর পোকা মরে গেলে তা আবার খোলা হবে।

তিনি আরও জানান,প্রতি বছর শীত মৌসুম শেষ হওয়ার পর গুদামে পোকার উপদ্রব দেখা দেয়। প্রিভেনটিভ হিসাবে আমরা এ সময় পোকা দমনের জন্য গুদামে ওষুধ দিয়ে চার দিন গুদাম পুরোপুরি বন্ধ রাখি। এতে ইঁদুরসহ সব ধরনের পোকামাকড় মারা যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম