রামগড়ে ভোটার দিবসের র্যালিতে স্কুল শিক্ষার্থীরা, ভোটার নেই!
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:৩৯ পিএম
রামগড়ে ভোটার দিবসের র্যালিতে স্কুল শিক্ষার্থীরা
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্যে সারা দেশে দ্বিতীয়বারের মতো পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
নির্বাচন কমিশন ঘোষিত বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো জমজমাট প্রোগ্রাম ও বাজেট থাকলেও রামগড়ে পালিত হয়েছে দায়সারাভাবে।
সোমবার রামগড় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দায়সারাভাবে একটি র্যালি বের হলেও এতে ছিল না সাধারণ ভোটারদের সাড়া।
ভোটারদের কোনোরকম অংশগ্রহণ না দেখে রামগড় সরকারি উচ্চবিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে র্যালিটি শেষ করা হয়।
এ ছাড়া র্যালিতে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা, ওসি মোহাম্মদ সামসুজ্জামানসহ ১০ জন সরকারি কর্মকর্তা ও একজন মুক্তিযোদ্ধা অংশ নেন।
র্যালির পর টাউন হলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোটার দিবসে উৎসাহ-উদ্দীপনা না থাকা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, অনুষ্ঠানের বাজেট আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে রামগড়ে এই গুরুত্বপূর্ণ দিবসের প্রচার-প্রচারণা ছিল না। শুধু কয়েকজন ব্যক্তির কারণে দিবসে উৎসাহ-উদ্দীপনা ও অংশগ্রহণ ছিল না।
এমনকি গত বছরও দিবসটি এভাবেই পালন করেছেন উপজেলা নির্বাচন অফিস। উপজেলার অধিকাংশ সংবাদকর্মী অনুষ্ঠানের কোনো কর্মসূচি জানতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে রামগড় উপজেলা নির্বাচন অফিসার বিশ্বাস সুজন কুমার বলেন, অনেককেই চিঠি দেয়া হয়েছিল কিন্তু তারা না আসলে আমাদের কী করার আছে?