Logo
Logo
×

সারাদেশ

রোববার থেকে ২ মাস ইলিশ ধরা নিষিদ্ধ

Icon

চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪১ পিএম

রোববার থেকে ২ মাস ইলিশ ধরা নিষিদ্ধ

ইলিশ ধরা নিষিদ্ধ। ছবি: যুগান্তর

ভোলার চরফ্যাশনে ঢাক-ডোল বাজিয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস ইলিশসহ নদী-সাগরের সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি চরফ্যাশন উপজেলাও মেঘনা তেঁতুলিয়া নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে গত কয়েকদিন যাবৎ মৎস্যঘাটগুলোতে মৎস্যজীবীদের নিয়ে এক জরুরি সভায় করে এ সব তথ্য জানানো হয়েছে। 

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মাইকিং, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জুমার নামাজের পর আলোচনা, রেডিও মেঘনা, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে মাছ ধরা নিষিদ্ধে আলোচনা চলছে। ব্যানার এবং লিফলেট দেয়া হয়েছে।

সভায় চরফ্যাশন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ভোলা জেলার মধ্যে চরফ্যাশন উপজেলায়ই সবচেয়ে বেশি জেলে। ২৫ হাজার ৭৪ জেলে নিবন্ধিত। জেলেদের মতে বেসরকারিভাবে প্রায় অর্ধলক্ষ চরফ্যাশন উপজেলা মাঝিমাল্লা রয়েছে।

তিনি বলেন, চরফ্যাশন উপজেলা  মেঘনা ও তেঁতুলিয়া নদী ৬শ’ কিলোমিটার পর্যন্ত আমাদের সব ধরনের অভিযান চলবে। এ ছাড়াও চরফ্যাশন উপজেলা মাছঘাট, আড়ত, হাট-বাজারসহ সংশ্লিষ্ট এলাকায় ২ মাস অভিযান পরিচালিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম