Logo
Logo
×

সারাদেশ

মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৭ এএম

মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত। প্রতীকী ছবি

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

তার নাম ফরিদুল আলম (৩৫)।  তিনি কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার ছেলে।

আহত ফরিদুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নোম্যান্সল্যান্ডে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, ফরিদুল আলম ফুলের ঝাড়ু সংগ্রহ করতে গেলে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফরিদুল প্রতিবেশী অন্যদের সঙ্গে সীমান্তের পাহাড়ি জঙ্গলে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে যায়। ঝাড়ু সংগ্রহ করে ফিরে আসার পথে মিয়ানমার সীমান্তের
নো ম্যান্স ল্যান্ডে একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তার সঙ্গীরা অক্ষত থাকলেও ফরিদুল আলম গুরুতর আহত হয়।

জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৯ ও ৪০নং সীমানা পিলারের মাঝামাঝি সীমান্তের শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম