Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ায় ফুটওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১০ পিএম

আশুলিয়ায় ফুটওভারব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় ফুটওভার ব্রিজ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোনায়েদ হোসেন ইমন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

নিহত জোনায়েদ হোসেন ইমন আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে। সে আশুলিয়ার কবিরপুরের অঞ্জনা মডেল হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

নিহতের বাবা গফুর মিয়া অভিযোগ করে বলেন, গত রোববার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় ফুটওভার ব্রিজটির অধিকাংশ কাজ শেষ হলেও পূর্ব পাশের সিঁড়ির উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তার টানা ছিল। 

তবে ফুটওভার ব্রিজের পূর্বপাশের অংশ ছাউনি না দিয়েই কাজ শেষ করে ঠিকাদার। আর এই ব্রিজ দিয়েই পারাপারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমন। এতে তার শরীরের ৯০ শতাংশ ঝলসে যায়। 

তিনি অভিযোগে জানান, শুধু অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ দিতে হল তার ছেলেকে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অঞ্জনা মডেল হাইস্কুলের অর্থনীতি ও ইতিহাস বিভাগের শিক্ষক সজিব খান বলেন, ইমন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সে স্কুলেও নিয়মিত ছিল। শিক্ষা জীবনের প্রথম ধাপের শেষ পরীক্ষাটা দিতে গিয়ে ঠিকাদারের ভুলের জন্য ইমনকে প্রাণ দিতে হয়েছে। ইমনের এই অকালমৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় নিহত ইমনের বাবা নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ব্রিজ করার সময় অব্যস্থাপনার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম